সৌরজগতে 'জীবাশ্মে'র খোঁজে নেমে পড়লেন বিজ্ঞানীরা
সৌরজগতে 'জীবাশ্মে'র খোঁজে নেমে পড়লেন বিজ্ঞানীরা

পত্রদূত প্রতিনিধিঃ মহাকাশের রহস্যভেদে মানুষের প্রয়াসের শেষ নেই। সেই প্রয়াসেরই নবতম সংযোজন লুসি। চাঁদ-মঙ্গল তো অনেক হল, এবার সরাসরি সৌরজগতে 'জীবাশ্মে'র খোঁজে নেমে পড়লেন বিজ্ঞানীরা। এই প্রকল্পেরই অংশ হিসেবে একটি মহাকাশযান উৎক্ষেপণ করল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'লুসি'। আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ারফোর্স স্টেশন থেকে শনিবার উৎক্ষেপণ করা হয়েছে লুসিকে। জানা গিয়েছে, মহাকাশযানটি বৃহস্পতির দিকে অগ্রসর হবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বৃহস্পতির কক্ষপথে অনেকগুলি গ্রহাণু প্রদক্ষিণ করছে বৃহস্পতিকে। এসব গ্রহাণুর মধ্যে দুটি গুচ্ছের জন্ম গ্রহের খণ্ডিতাংশ থেকে। এই গুচ্ছগুলিতেই অনুসন্ধান চালাবে 'লুসি'। বিজ্ঞানীদের প্রত্যাশা, ওই গ্রহাণুগুলিতে অনুসন্ধান চালালে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে। এই অনুসন্ধানে পৃথিবীর উৎপত্তি, সৌরজগতের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ নতুন তথ্য উঠে আসতে পারে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও