রবিবার সাতসকালে একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আমবাসায়
রবিবার সাতসকালে একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা  আমবাসায়

পত্রদূত প্রতিনিধিঃ রবিবার সাতসকালে একটি ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটলো ধলাই জেলা সদর আমবাসায় । জানা যায় TR 01 T 1549 নম্বরের একটি ১২ চাকার সিমেন্ট বোঝাই লরি আগরতলার অভিমুখে যাচ্ছিল। আনুমানিক ভোর পাঁচটা নাগাদ আমবাসা বাজারে পৌঁছা মাত্রই গাড়িটি সম্পূর্ণভাবে উল্টে যায়। এর ফলে আমবাসা বাজারে থাকা রাস্তার রেলিং-র একটা অংশ সম্পূর্ণ ভেঙে যায়। রেলিঙে লেগে গাড়ির সামনের অংশের চাকা বেরিয়ে যায়। আমবাসা বাজারের সৌন্দর্যায়নের জন্য থাকা গাছগুলি ও ভেঙে পড়ে। এই ঘটনার  ফলে গাছে থাকা অনেকগুলো পাখি মারা যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা যায় চালকের অসাবধানতার কারণেই এই ঘটনাটি ঘটে। এই ঘটনার ফলে রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। জানা যায় এ ঘটনায় চালক অল্পবিস্তর আহত হয়। বর্তমানে ধলাই জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে। রবিবার সাতসকালে এই পথ দুর্ঘটনার বিকট শব্দে ঘর থেকে বেরিয়ে আসেন স্থানীয়রা। তবে এই সময় যদি রাস্তায় পথচলতি মানুষ থাকতো তবে আরো বড় ধরনের ঘটনা ঘটে যেত। এই পথ দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও