মাদক ব্যবসায়ী রাজনের বাড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ও বিএসএফ
মাদক ব্যবসায়ী রাজনের বাড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ও বিএসএফ

পত্রদূত প্রতিনিধিঃ উত্তর জেলার বাগবাসা আউট পোস্টের অধীন বাগবাসা গ্রামের তিন নং ওয়ার্ডের বাসিন্দা রাজন নাথ ওরফে বাপ্পু দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।পুলিশের কাছে সেই খবরটি থাকলেও এতদিন তথ্য-প্রমাণের কারণে কোন উদ্যোগ গ্রহণ করতে পারেনি পুলিশ। অবশেষে দশমীর রাতে মাদক ব্যবসায়ী রাজন নাথ ওরফে পাপ্পুর বাড়িতে অভিযান চালায় বাগবাসা আউট পোষ্টের পুলিশ ও বিএসএফের একটি দল। তবে পুলিশের এই অভিযানের আঁচ করতে পেরে মাদক ব্যবসায়ী রাজন নাথ বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী রাজনের বাড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ও বিএসএফ।সাথে উদ্ধার হয় এক লক্ষ এগারো হাজার দুইশ নব্বই টাকা। উদ্ধার হয় টাকা কাউন্টিং এর একটি মেশিন সহ পাঁচটি এন্ড্রয়েড মোবাইল, ব্যাংকের পাস বই,চেক ও এটিএম কার্ড।এদিকে বাগবাসা আউট পোস্টের ইনচার্জ রতন রবিদাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে যৌথভাবে পুলিশ ও বিএসএফের এই নেশা বিরোধী অভিযান। অভিযানে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করলেও মাদক ব্যবসায়ী রাজন নাথ ওরফে বাপ্পু পুলিশের অভিযানের আন্দাজ করতে পেরে পালিয়ে যায়। তবে বাগবাসা আউটপোস্টর পুলিশ এনডিপিস অ্যাক্ট একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই পুলিশ মাদক ব্যবসায়ী রাজন নাথ ওরফে বাপ্পুকে জালে তুলতে সক্ষম হবে বলে জানান ইনচার্জ রতন রবিদাস।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও