কক্সবাজার সৈকতে বাংলাদেশের বৃহৎ প্রতিমা বিসর্জন
কক্সবাজার সৈকতে বাংলাদেশের বৃহৎ প্রতিমা বিসর্জন

পত্রদূত প্রতিনিধিঃ কক্সবাজার সৈকতে বাংলাদেশের বৃহৎ প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল নামে। শুক্রবার বিকেল থেকে একে একে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে আসতে শুরু করে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকার পূজামণ্ডপের প্রতিমাগুলো। বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৩শ প্রতিমা বিসর্জন দেওয়া হয় সাগরের নোনাজলে। শুধু সনাতনী সম্প্রদায় নয়,  সব ধর্মের মানুষের ঢল নামে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান প্রাঙ্গণে। ঢোল, তবলা, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে উৎসবমুখর পরিবেশে সৈকতে ভিড় জমান সনাতন ধর্মাবলম্বীরা। তারা একে-অপরকে রং ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। বর্ষণমুখর বিকেলে সৈকতের লাবণী পয়েন্টের এক কিলোমিটার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় বাংলাদেশের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু পর্যটকরাও ভিড় করেন কক্সবাজার সৈকতে। জাতি-ধর্ম নির্বিশেষে স্থানীয়দের উপস্থিতিও ছিল লক্ষণীয়।হাজার হাজার মানুষের এই মিলন মেলা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশের অনন্য প্রতিচ্ছবি আরেকবার ফুটিয়ে তুলল বলে মনে করছেন সৈকতে আসা সব ধর্মের মানুষ।বিসর্জন অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার জেলা প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি, বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও সাদা পোশাকে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও