রাজনৈতিক কারণে মানবাধিকারকে ব্যবহার করা এই অধিকারগুলি এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর
রাজনৈতিক কারণে মানবাধিকারকে ব্যবহার করা এই অধিকারগুলি এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর

পত্রদূত প্রতিনিধিঃ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  বলেছেন রাজনৈতিক কারণে মানবাধিকারকে ব্যবহার করা এই অধিকারগুলি এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন কিছু মানুষ মানবাধিকারের নামে দেশের ক্ষতি করছেন। ২৮ তম মানবাধিকার কমিশন ফাউন্ডেশন ডে অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, মানুষ একই রকমের বিভিন্ন ঘটনার কোনোটায় মানবাধিকার দেখতে পান আবার কোনোটায় মানবাধিকার দেখতে পাননা। তিনি আরও বলেন, "মানবাধিকারের নামে কিছু মানুষ দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন, আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে"। প্রধানমন্ত্রী বলেন, "মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয় যখন তাদের রাজনৈতিক রঙ, রাজনৈতিক লেন্স দিয়ে দেখা হয়, রাজনৈতিক লাভ - ক্ষতির পাল্লা দিয়ে ওজন করা হয়। এই ধরনের নির্বাচনী আচরণ গণতন্ত্রের জন্য সমানভাবে ক্ষতিকর"। তিনি আরও বলেন সাম্প্রতিককালে কিছু মানুষ নিজের সুবিধার্থে মানবাধিকারের ব্যাখ্যা করছেন। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও