উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর  বৈঠকে  জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

পএদূত প্রতিনিধিঃ  উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এক বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্ররা বড় ধরনের হুমকি হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘে ফরাসী রাষ্ট্রদূত ডি রিভিয়েরে বলেন, এ বিষয়ে সকলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আমরা সকলে উত্তর কোরিয়ার এ পরীক্ষার নিন্দা জানিয়েছি। এটি আমাদের শান্তি ও নিরাপত্তার জন্যে বড় ধরনের হুমকি এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও