বাংলাদেশে প্রায় দেড় বছর পর রবিবার স্কুল-কলেজ খুলেছে
বাংলাদেশে প্রায় দেড় বছর পর রবিবার স্কুল-কলেজ খুলেছে

পএদূত প্রতিনিধিঃবাংলাদেশে প্রায় দেড় বছর পর রবিবার স্কুল-কলেজ খুলেছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুলে আসতে পেরে অনেক খুশি। তাদের এ খুশিতে শিক্ষক, স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরাও খুশি। স্কুল খোলার প্রথম দিন শিক্ষকরাও তাদের সঙ্গে হাসিখুশিভাবে কুশলবিনিময় করেছেন।শিক্ষার্থীদের পদচারণায় ঢাকার প্রায় সব ক্যাম্পাস প্রাঙ্গণই ছিল হাসি-আনন্দে ভরপুর। শিক্ষক-শিক্ষার্থী সবার মুখে ছিল মাস্ক। স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে শরীরের তাপমাত্রা নির্ণয় করা হয়। হাতে দেওয়া হয় হ্যান্ড স্যানিটাইজার। প্রিয় শিক্ষাঙ্গন ও শিক্ষকদের কাছে পেয়ে শিক্ষার্থীরাও দারুণ উৎফুল্ল।প্রাণঘাতী করোনা সংক্রমণ থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে গত বছরের ১৭ মার্চ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। এরপর সংক্রমণ পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়ানো হয়। চলতি বছরের শুরুর দিকে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরই মধ্যে সম্প্রতি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশর শিক্ষামন্ত্রক ডা. দীপু মনি। আগামী অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেওয়া হতে পারে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও