নচিকেতা চক্রবর্তীর "পেসমেকার'' গানের অবলম্বনে বাংলাদেশে নির্মিত চলচ্চিত্র "অসম প্রেম"
নচিকেতা চক্রবর্তীর

পএদূত প্রতিনিধিঃজীবনমুখী গানের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক নচিকেতা চক্রবর্তীর "পেসমেকার'' গানের অবলম্বনে বাংলাদেশে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র "অসম প্রেম"। এটি পরিচালনা করেছেন সাংবাদিক, অভিনেতা আহমেদ সাব্বির রোমিও। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন নৃত্য শিল্পী ও অভিনেত্রী প্রিয়াংকা ইসলাম। পরিচালক নিজে ছাড়াও আরো যারা অভিনয় করছেন তারা হলেন, ফারজানা রুমি, সামিন ফারদীন সৌমিক, শিশু শিল্পী রাজদীপসহ অনেকে। পাশাপাশি 'পেসমেকার ' কভার গানটিতে কন্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু। মিউজিক রি-কম্পাজ করেছেন সংগীত পরিচালক শামীম মাহামুদ। দুটি কাজের প্রধান সহকারী পরিচালক ছিলেন বাপ্পা দীপ রায়, এডিটিং এবং কালার গ্রেডিং আকতারুল আলম তিনু। ডিওপির দায়িত্বে ছিলেন সজিব খান। সহকারী পরিচালক মাসুদ রানা। মেক-আপ আবদুর রহিম। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কভার সংটির ভিডিও দূশ্যের চিত্রধারন করা হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও