বাংলাদেশে কঠোর লকডাউন
 বাংলাদেশে কঠোর লকডাউন

পত্রদূত প্রতিনিধিঃ ঢাকাঃ  হাবিবুর রহমান ।।    বাংলাদেশে কঠোর লকডাউনে ভীষণ কড়াকড়ির মধ্যেও সড়কে মানুষ ও যানবাহনের চলাচল বেড়েছে। চেকপোস্টগুলোতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। তবুও নানা অজুহাতে ঘর থেকে বের হয়েছেন মানুষ।  শুক্রবার ঢাকার প্রধান সড়কগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর তদারকি ছিল। ঢাকার শাহবাগের সড়কে যানবাহন ও মানুষের চলাচল ছিল বেশি। ব্যক্তিগত গাড়ি ছাড়াও পণ্যবাহী ট্রাক, রিকশা, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্সও ছিল সড়কে অনেক বেশি।ঢাকার বিভিন্ন জায়গায় হেঁটে, মোটরসাইকেলে, বাইসাইকেলে ও ব্যক্তিগত গাড়িতে করে বাইরে হওয়া মানুষ আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। যারা অকারণে বাইরে বের হচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।ঢাকায় কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশ টহল দিচ্ছে। ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত রয়েছে। এছাড়া পুলিশের পাশাপাশি রাজধানীতে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও