পানীয় জলের সংকট
পানীয় জলের সংকট

পত্রদূত প্রতিনিধিঃ তেলিয়ামুড়াঃ-  বিগত ১ সপ্তাহ ধরে তেলিয়ামুড়া  পৌর এলাকায় ১৫ টি ওয়ার্ডে পানীয় জলের পরিসেবা বিভিন্ন ভাবে বিঘ্ন ঘটছে। বিশেষ করে ডি.ডব্লিউ.এস দপ্তরের জল উৎস স্থানে অর্থাৎ খোয়াই নদীতে বালির চর থাকার কারণে ওয়াটার ট্রিটমেন্ট প্লেট্রে প্রয়োজনীয় জল নেওয়া যাচ্ছে না। বিগত কয়েক দিনের ভাড়ি বর্ষনে খোয়াই নদী জলে পরিপূর্ণ থাকলেও বর্তমানে সেই জল নেই। উৎস স্থলে বালির চর থাকার কারণে এবং সেই বালি প্লেট্রের ট্রাঙ্কে জমাট বেঁধে একটি মেশিন বিকল হয়ে যায়। যদিও প্লেট্রের অন্য একটি মেশিন দিয়ে জল পরিষেবা শহর বাসীদের মধ্যে প্রদান করছে বদন খোঁড়ার মতো। শুক্রবার প্লেট্রের উৎস  স্থলে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক মোটর চালিয়ে পাইপ যোগে বালি সড়ানোর কাজ করছে শ্রমিকরা।  এ ব্যাপারে এক শ্রমিক জানান,, পৌরবাসীরা প্রয়োজনীয় জল পাচ্ছে না তার জন্য জলের উৎস স্থল থেকে বালি সড়ানোর কাজ হচ্ছে।  অপরদিকে এই প্লেট্রেরই ট্যাকনেশিয়ান জানান,, পাইপ যোগে রাশি রাশি বালি ট্রাঙ্কে জমাট বাঁধার কারণে মেশিনটি বিকল হয়ে যায়। তবে কবে নাগাদ বিকল হওয়া মেশিন সচল হবে সেটা সম্পর্কে তিনি অবগত নন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও