বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস আরো ভয়ঙ্কর
বাংলাদেশে প্রাণঘাতী করোনা ভাইরাস আরো ভয়ঙ্কর

পত্রদূত প্রতিনিধিঃ ঢাকাঃ হাবিবুর রহমান ।। বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাস আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মৃত্যু ও সংক্রমণে প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে জর্জরিত এখন পুরো বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে সংক্রমণের শীর্ষে অবস্থান করছে ঢাকা। আর সবচেয়ে কম সংক্রমণ হচ্ছে রাজশাহী জেলায়। বুধবার বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ১৬ জনে। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো ১৬ হাজার ২৩০ জন। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৯৮২ জনে। বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। করোনাভাইরাসের সংক্রমণ আরো বেড়ে যাওয়ায় আগামি ১ আগস্ট রোববার ও ৪ আগস্ট বুধবার পর্যন্ত ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সূচি নির্ধারণ করা হবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও