কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী
কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার ধলাই জেলা সফরে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন আমবাসা পি আর টি আই ও আমবাসা রেল স্টেশন স্থিত কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। এদিন সকাল সাড়ে এগারোটায় হেলিকপ্টারে আমবাসায় এসে পৌঁছানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু বৃষ্টির কারণে সকাল সাড়ে ১১ টার পরিবর্তে দুপুর ১ টা নাগাদ আকাশপথে আমবাসা এসে পৌঁছান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখান থেকে তিনি সোজা চলে যান আমবাসা রেল স্টেশন স্থিত কোভিড কেয়ার সেন্টারে। পরিদর্শন শেষে সোজা চলে আসেন আমবাসা পি আর টি আই স্থিত কোভিড কেয়ার সেন্টারে। উভয় কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী চলে যান আমবাসা সার্কিট হাউসে। সেখানে একটি দলীয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে উনার। আমবাসার পরিদর্শন শেষে কমলপুর কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনের কথা রয়েছে তার। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি জে.কে. সিনহা , ধলাই জেলার জেলাশাসক গোভেকর ময়ূর রতিলাল, সহ জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। আমবাসা পি আর টি আই স্থিত কোভিড কেয়ার সেন্টারে মোট ৭৭ জন পজিটিভ রোগী রয়েছে। এদিন তাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যার কথা এদিন শোনেন তিনি।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও