ছড়ার উপর একটি পাকা সেতু নির্মানের দাবি
ছড়ার উপর একটি পাকা সেতু নির্মানের দাবি

পত্রদূত প্রতিনিধিঃ তেলিয়ামুড়া :- উপজাতি অধ্যুষিত গ্রামের মানুষজনরা যাতায়াতের জন্য ছড়ার উপর একটি পাকা সেতু করে দেওয়ার জন্য বারবার দাবি জানিয়ে আসছিল স্থানীয় এডিসি ভিলেজ অফিসের কর্মকর্তাদের কাছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো দীর্ঘ বছর পেরিয়ে গেলেও তাদের দাবি বর্তমানেও পূরণ হলনা। অথচ ভোট এলে এলাকার উপজাতি অংশের মানুষ জনরা উন্নয়নের আশ্বাস পায়। ঘটনা মুঙ্গিয়াকামী আর ডি ব্লকের দক্ষিণ গকুল নগর এডিসি ভিলেজের অধীনে সিন্ধু কুমার পাড়া। এই উপজাতি-অধ্যুষিত এলাকাটিতে প্রায় ৪২টি পরিবারের মানুষ জনরা বসবাস করে। এলাকার মানুষজনদের যাতায়াতের একমাত্র মাধ্যম এই ছড়াটি অতিক্রম করতে হয় নিজেদের তৈরি করা বাঁশের সাঁকোর উপর দিয়ে।নিত্যদিনে তারা যাতায়াত করতে হয় নিজেদের জীবন বাজি রেখে। বর্ষাকালে প্রখর জলস্রোতে ছড়ার উপর বাঁশের সাঁকোটি বিলীন হয়ে যায়। ওই সময় সিন্ধু কুমার পাড়ার মানুষজনরা নিজেদের ঘরে বন্দি থাকতে হয়। কারণ এই ছড়াটি অতিক্রম করে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। এর জন্য এলাকাবাসীরা স্থানীয় দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ এবং মঙ্গিয়াকামী ব্লকের কর্মকর্তাদের কাছে ছড়ার উপর পাকা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য দাবী জানালেও বর্তমানেও তাদের দাবীটি পূরণ হয়নি বলে অভিযোগ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও