এক দিবসীয় বিনামূল্যে ফিজিওথেরাপি শিবির
এক দিবসীয় বিনামূল্যে ফিজিওথেরাপি শিবির

পত্রদূত প্রতিনিধিঃ পানিসাগরঃ - চিকিৎসা বিঙ্গানে আধুনিক উন্নত পরিষেবার বিকাশকে বিকশিত করতে সচেতন সভ্যতায় আধুনিকি করনের প্রচেষ্টা জারি রাখতে দ্যা ইন্ডিয়ান এসোশিয়েশন অব ফিজিওথেরাপিষ্ট এর এিপুরা শাখা এবং দ্যা ইন্ডিয়ান এসোশিয়েশন অব ফিজিওথেরাপিষ্ট এর মহিলা সেল এর যৌথ  উদ্যোগে উওর জেলার ধর্মনগর প্রেস ক্লাবে গতকাল সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন।উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্হিত ছিলেন আই,এ,পি,মহিলা শাখার রাজ্য কো অর্ডিনেটর ডঃ উপনিতা দেব নাথ,আই,এ,পি,এিপুরা শাখার সদস্য ডঃ বিধায়ক ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক বৃন্ধ।উক্ত সাংবাদিক সম্মেলন শেষে ধর্মনগর প্রেস ক্লাব গৃহে অনুষ্ঠিত হয় সংস্হার পক্ষ থেকে এক দিবসীয় বিনামূল্যে  ফিজিওথেরাপি শিবির।  এতে ধর্মনগর শহর এলাকার বেশকিছু জনগণ বিনামূল্যে চিকিৎসা পরিসেবা গ্রহণ করেন।এদের প্রত্যেককেই আধুনিক মানের যন্ত্রাদি দ্বারা পরিক্ষা নিরিক্ষা করা হয়। উক্ত শিবিরে উওর জেলার বেশ কয়েকজন সাংবাদিকও চিকিৎসা পরিসেবা গ্রহণ করেন।পাশাপাশি ধর্মনগর এবং পানিসাগর মহকুমার সর্ব স্হরের সাংবাদিক তথা এদের পরিবারের সদস্যরা এই ধরনের শিবিরে পরিসেবা গ্রহণ করেন।বিশেষ করে বর্তমান সমাজে ফিজিওথেরাপি কে হাতিয়ার করে সাধারন জনগনকে ভোকা বানিয়ে একাংশ অসাধু হাতুড়ে চিকিৎসকরা মোটা অংকের টাকা কামাই করলেও রোগাক্রান্ত দের সঠিক পরিসেবা প্রদানে ব্যার্থ।তাই এই ধরনের অসাধু চিকিৎসকদের খপ্পরে পা না দিয়ে তেল মালিশের প্রতারনার ফাঁদে যাতে পরতে না হয়,তারই সচেতনতায় এই ধরনের শিবিরের আয়োজন।সাধারন জনগনের দুর্বলতার সুযোগ কে হাতিয়ার করে ঐ ধরনের অবৈধ ফিজিওথেরাপিষ্ট দের দ্বারা সর্বশান্ত না হওয়ার পরামর্শ প্রদান করা হয়।কারন এরা কোন ধরনের সরকারি ডিগ্রি প্রাপ্ত নয়,এরা হাতুড়ে ডাক্তার হয়ে রোগাক্রান্তদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এদের থেকে দুরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিটি জনগনকে।তবে সংস্হার পক্ষথেকে এই বিষয়ে সরকারি হস্তক্ষেপও দাবি করা হয়েছে।গোটা রাজ্য জোরে এই সংস্হার শাখা রয়েছে।প্রতিটি শাখাই কোন না কোন ভাবে সল্প মুল্যের মাধ্যমে পরিশেবা প্রদান করে থাকে

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও