দ্বীপ ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা
দ্বীপ ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা

 পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র আমবাসাস্থিত দ্বীপ ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা হলো মঙ্গলবার। এদিন দ্বীপ ফাউন্ডেশনের নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এম্বুলেন্স পরিষেবার সূচনা করেন ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর চিতন দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজদীপ দাস, ফাউন্ডেশনের সভাপতি ফ্রান্সিস স্কু, ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সুমিত কুমার দাস সহ অন্যান্যরা। ২০১৯ সাল থেকেই জেলা সদরে সুনামের সাথে কাজ করে চলেছে। এখন এই অ্যাম্বুলেন্স পরিষেবা একটি অন্যমাত্রা এনে দেবে। সামান্য অর্থ রাশির বিনিময় এই অ্যাম্বুলেন্স পরিসেবা গ্রহণ করতে পারবেন সকলে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এম্বুলেন্সে রয়েছে অক্সিজেনের ব্যবস্থাও। ফাউন্ডেশনের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এদিন জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর চিতন দেববর্মা।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও