রিজিওনাল ক্যান্সার হাসপাতালে জটিল অস্ত্র পচার
রিজিওনাল ক্যান্সার হাসপাতালে জটিল অস্ত্র পচার

পত্রদূত প্রতিনিধিঃ আগরতলাঃ অটল বিহারি বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতাল উন্নত পরিষেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এরই মধ্যে মঙ্গলবার রিজিওনাল ক্যান্সার হাসপাতালে জটিল অস্ত্র পচার করা হয় প্রায় ৫ ঘণ্টা চলে এই অস্ত্রপচার অস্ত্র পচার করা রোগী বর্তমানে স্থিতিশীল নিয়মিত চিকিৎসকেরা তার সাথে কথা বলছেন এই বিষয়ে জানাতে গিয়ে এনেসথ্যাসিস্ট ডাঃ মৃনাল দেববর্মা জানান হাসপাতালের পরিকাঠামো ধীরে ধীরে বাড়ানো হয়েছে সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয় জটিল অস্ত্র পচারের দীর্ঘ সময়ের চলা এই অস্ত্র পচার অন্যত্র করা সম্ভব নয় রাজ্যের মধ্যে রিজিওনাল ক্যান্সার হাসপাতালে তার ব্যবস্থা আছে পোষ্ট অপারেটিভ ভ্যান্টিলেটর আছে হাসপাতালে এছাড়া অপারেশন থিয়েটার আধুনিক মানের তাই সব মিলিয়ে সফল ভাবে অস্ত্র পচার করা গেছে এছাড়া রাজ্যের অনেকেই বাইরে যাওয়ার প্রবণতা আছে তাদের জন্য তিনি বলেন পরিষেবা এখন রাজ্যের মধ্যেই আছে ২০ বর্ষীয় গৃহবধূর থাইরয়েডে ক্যান্সার ধরা পড়ে লক ডাউনের মধ্যে শিলচর গিয়ে চিকিৎসা করায় কিন্তু রাজ্যে দেখানোর পর অস্ত্র পচার করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই মোতাবেক সফল অস্ত্রপচার হয়েছে বলে জানান তিনি  গৃহবধূর পিতা হারাধন বিশ্বাস জানান তার মেয়ে পায়েল বিশ্বাসের ক্যান্সার ধড়া পড়ে মেয়েটিকে শিলচর নিয়ে যান সেখানে অস্ত্রপচার হয় কিন্তু সফল হয়নি ফের রাজ্যে আসার পর চিকিৎসক দেখান সেই মোতাবেক অস্ত্রপচার হয়েছে বর্তমানে ভাল আছে মেয়ে তবে রাজ্যে এই ধরনের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি তিনি জানা গেছে গৃহবধূর বাপের বাড়ী নন্দননগর আমতলী এলাকায়

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও