চুলুবাড়ি পঞ্চায়েত এলাকায় ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্বোধন
চুলুবাড়ি পঞ্চায়েত এলাকায় ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্বোধন
পত্রদূত প্রতিনিধিঃ কমলপুরঃ দীর্ঘদিন যাবৎ ধরে দূর্গা চৌমুহনী এলাকায় একটি ফরেস্ট রেঞ্জ অফিস গড়ার দাবি ছিল এলাকাবাসীর। বিগত সরকারের আমল থেকেই দাবি থাকলেও সরকার উদ্যোগ নেয়নি, নতুন সরকার ক্ষমতায় আসার পর এলাকাবাসীর দাবি অনুযায়ী দূর্গা চৌমুহনী ব্লকের চুলুবাড়ি পঞ্চায়েত এলাকায় ফরেস্ট রেঞ্জ অফিস করার সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হয়, যার অর্থরাশি ছিল ৩৫ লক্ষ টাকা। বুধবার বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার হাত ধরে নব নির্মিত পাকা বাড়ির উদ্বোধন হয় । বক্ত্যবে মন্ত্রী বলেন গাছ আমাদের জীবন, গাছ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবেনা মন্ত্রী আরও বলেন গাছ রক্ষার দায়িত্ব শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট কিংবা মন্ত্রীদের নয় এই দায়িত্ব আমাদের সকলের তবেই বন রক্ষা করা সম্ভব। কেন্দ্রীয় ও রাজ্য সরকার বনাঞ্চল গুলিতে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বন রক্ষা করার জন্য অর্থ বরাদ্দ করছে । উক্ত অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনদপ্তরের ধলাই জেলা আধিকারিক এন কে চঞ্চল, রাজ্যের মুখ্য বন সংরক্ষক অমিত শুক্লা, দূর্গা চৌমুহনী বি এ সি চেয়ারম্যান কুমার হালাম, ধলাই জেলা সভাধিপতি রুবি ঘোষ, বিধায়ক আশিস দাস সহ আরও অনেকেই। অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করেন দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শম্পা দাস ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও