পুলিশের সদর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ বিরোধী দলের
পুলিশের সদর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ বিরোধী দলের
প৬দূত প্রতিনিধিঃ আগরতলাঃ রাজ্যের প্রধান বিরোধী দল অবশেষে পুলিশের সদর কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ দেখিয়ে নিরাপত্তা দাবি জানায়। বিরোধীদের বক্তব্য রাজ্যে গণতন্ত্রিক অধিকার এবং নাগরিক স্বাধীনতা পদদলিত হয়ে পড়েছে। তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সদর কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ প্রদর্শনের উপস্থিত ছিলেন বিরোধী দলের নেতৃত্বরা। বিক্ষোভ প্রদর্শনের ক্ষোভ উগড়ে দিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জানান ২০১৮ সালে বিধানসভার ফলাফল প্রকাশের পর দুর্বৃত্তরা ক্রমাগত বিরোধী রাজনৈতিক উপর আক্রমণ করে চলছে। গত তিন বছরে অনেক খুন হয়েছে। বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা প্রতিদিন আক্রান্ত হচ্ছে। হাজার হাজার বিরোধীকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আক্রান্ত বিরোধী সমর্থকদের বাড়িতে জনপ্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না। শুধু তাই নয় নির্বাচনী এলাকায় যেতে পারছে না বিধায়করা। পুলিশের দায়িত্ব আইনের শাসন রক্ষা করা। কিন্তু পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে জানানো হচ্ছে। এ ধরনের ঘটনায় তীব্র নিন্দাজনক বলে জানান তিনি। দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন চলার পর রাজ্য পুলিশ মহানির্দেশক এর পক্ষ থেকে জানানো হয়েছে তিনি ব্যস্ত আছেন। আগামী বুধবার বা বৃহস্পতিবার বিরোধী দলের নেতৃত্ব দিয়ে সাথে আলোচনা করবেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও