মকরসংক্রান্তির দিনে রাজ্যের বিভিন্ন জায়গায় নগর কীর্তন
মকরসংক্রান্তির দিনে রাজ্যের বিভিন্ন জায়গায়  নগর কীর্তন

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ বৃহস্পতিবার পৌষ পার্বণ। দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবকে বিভিন্ন ভাবে পালন করা হয়। ব্যতিক্রম নেই আমাদের রাজ্যেও। পিঠে পুলি তৈরির পাশাপাশি এদিন বিভিন্ন জায়গায় বের হয় নগর কীর্তন। যদিও এর পেছনে পৌরাণিক বিভিন্ন কথা রয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আমবাসা মহকুমার বিভিন্ন জনপদে বের হয় এই নগর কীর্তন। আট থেকে আশি সবাই শামিল এই নগর কীর্তনে। আনন্দে মেতে উঠেছেন এদিন সকলেই।

 

তেলিয়ামুড়াঃ তেলিয়ামুড়া প্রতিনিধি:- হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন ঐতিহ্য মকরসংক্রান্তির দিনে ঈশ্বরের নামে লুট কীর্তন। এই ঐতিহ্য বংশ-পরম্পরা হিসেবে বর্তমানে ও চলছে। এই দিনে গ্রামীণ এলাকার মানুষজনরা সংঘবদ্ধভাবে বাদ্যযন্ত্র নিয়ে ঈশ্বরের নামে লুট কীর্তন নিয়ে নিজ নিজ এলাকা পরিক্রমা করেন। এরই মধ্যে ৮ থেকে ৮০ সব অংশের মানুষজনরা এতে সামিল হন দুঃখ কষ্ট ধনী-দরিদ্র সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে। গ্রামীন এলাকাগুলিতে এ যেন এক অনাবিল আনন্দ। বছরের এমন দিনে গ্রামের মানুষজনরা এতে মেতে ওঠেন। আর গ্রামীণ এলাকার ঐতিহ্যবাহী ফুটে উঠে এর মধ্য দিয়েই। বৃহস্পতিবার তেলিয়ামুড়া শহর থেকে অনতিদূরে বিভিন্ন গ্রামীণ এলাকাগুলিতে ঈশ্বরের নামে লুট কীর্তন এর দৃশ্য প্রত্যক্ষ করা গেল। এরই মধ্যে এক বয়স্ক বৃদ্ধ ভদ্রলোক বলেন, এই প্রাচীন ঐতিহ্যের প্রথা বংশ-পরম্পরা, তা অনন্ত কাল ধরে চলে আসছে। এর মধ্যে আছে এক আনন্দের ফোঁয়ারা

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও