টমটম চালকদের জাতীয় সড়ক অবরোধ
টমটম চালকদের জাতীয় সড়ক অবরোধ

পত্রদূত প্রতিনিধিঃ আমবাসাঃ অটো ও টমটম চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল আমবাসায়। বহুবার টমটম চালক ও অটোচালকদের নিয়ে বৈঠকে বসা হয়। কিন্তু সমস্যার কোনো সমাধান এখনো পাওয়া যায়নি।  এনিয়ে পথ অবরোধেও শামিল হয়েছে টমটম চালকরা। সোমবার দুপুরে দুইজন টমটম চালককে বেধড়ক মারধর করে অটো চালকরা এমনটাই অভিযোগ টমটম চালক দের। এই অভিযোগ নিয়ে টমটম চালকরা আমবাসা থানার দ্বারস্থ হয়, তারপর  আজ সন্ধ্যারাতে সকল টমটম চালকের এক হয়ে জাতীয় সড়ক অবরোধে বসে। আমবাসা কমলপুর চৌমুহনীতে জাতীয় সড়ক ও আমবাসা কমলপুর সড়ক অবরোধ করে টমটম চালকরা। তাদের দাবি বিএমএস সংগঠনের বিকাশ দাস তাদের উপর নির্যাতন করে। টমটমে যাত্রী আসা যাওয়া নিয়ে সমস্যা করে অটো চালকরা।  আজ টমটম চালক দের মারধোরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে আমবাসার টমটম চালকরা। বসে জাতীয় সড়ক অবরোধ। খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ। প্রায় এক ঘণ্টা অবরোধ চলে। খবর পেয়ে ছুটে আসে ধলাই জেলা পরিষদের সদস্য  মৃদুল দত্ত ও বিজেপির মন্ডল সভাপতি সন্দীপ পাল শংকর চক্রবর্তী সহ বিজেপি নেতৃত্বরা। পুলিশ প্রশাসন ও বিজেপি নেতৃত্ব দের আশ্বাসে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও