রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করল কংগ্রেস
রায়বরেলিতে রাহুলকে প্রার্থী করল কংগ্রেস

পত্রদূত প্রতিনিধিঃ সমস্ত জল্পনার অবসান! উত্তর প্রদেশের রায়বরেলি ও আমেঠি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। রায়বরেলি আসনের প্রার্থী করা হয়েছে রাহুল গান্ধীকে, আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরী লাল শর্মা। অর্থাৎ নিজের পুরনো কেন্দ্র আমেঠি থেকে নয়, উত্তর প্রদেশে কংগ্রেসের পুরনো ‘গড়’ রায়বরেলি থেকেই প্রার্থী হলেন রাহুল গান্ধী। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে কংগ্রেসের তরফে এই ঘোষণা করা হয়।রায়বেরেলি ও আমেঠি থেকে কারা প্রার্থী হচ্ছেন, তা বৃহস্পতিবার রাত পর্যন্ত অজানা ছিল। গুঞ্জন শোনা যাচ্ছিল, আমেঠি অথবা রায়বেরেলি থেকে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর সেটাই সত্যি হল। শুক্রবার সকালে প্রার্থী তালিকা ঘোষণা করে কংগ্রেস জানিয়েছে, রায়বরেলি আসনের প্রার্থী করা হয়েছে রাহুল গান্ধীকে, আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিশোরী লাল শর্মা।উল্লেখ্য, আমেঠি নয়, রায়বেরেলি থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে কংগ্রেস নেতা দীপক সিং এদিন বলেছেন, "আমেঠি এবং গান্ধী পরিবারের মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং এই সম্পর্ক সর্বদা একই থাকবে।" প্রসঙ্গত, আগামী ২০ জুন পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলিতে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও