এক বছর পূর্তি হল মনিপুরের ভাতৃ-ঘাতী দাঙ্গার
এক বছর পূর্তি হল মনিপুরের ভাতৃ-ঘাতী দাঙ্গার

পত্রদূত প্রতিনিধিঃ    দেখতে দেখতে এক বছর পূর্তি হল মনিপুরের ভাতৃ-ঘাতী দাঙ্গার ।এক বছর পেরিয়ে গেলেও এখনো থামেনি রক্তপাত ।এর ই মধ্যে ঘর ছাড়া প্রায় ৭০ হাজার মানুষ। এই দাঙ্গায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২০ জন নাগরিক। মণিপুরের ভাতৃ-ঘাতী দাঙ্গার এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার  নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ওয়ার্ল্ড মেইতেই কাউন্সিলের রাজ্য শাখার সদস্য সদস্যরা ।এদিন সন্ধ্যায় রাজধানীর রাধানগর স্থিত পুথিবা দেবতা মন্দিরের সামনে সমবেত হন সংগঠনের কর্মী সমর্থকরা ।তারা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্বলন করেন এবং নিহতদের আত্মার সদগতি কামনার্থে এক মিনিট নীরবতা পালন করেন। এই প্রসঙ্গে ওয়ার্ল্ড মেইতেই কাউন্সিলের রাজ্য শাখার সাধারণ সম্পাদিকা মাধুরী সিংহ জানান ,এক বছর পূর্ণ হয়ে গেল   ।এখনো অশান্ত মনিপুর ।এর কোন সুরাহা হলো না। এখনো হিংসা জারি রয়েছে। আমরা চাই শান্তি ফিরে আসুক মনিপুরে ।এই ক্ষেত্রে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।   সরকার হোক বা পুলিশ, সেনা হোক বা আধাসেনা কেউ কিন্তু জানে না, মনিপুরের এই সংঘাতে শেষ কোথায় ।কিন্তু সবাই চায় শান্তি ফিরে আসুক মণিপুরে ।এই শান্তির আহবানেই ওয়ার্ল্ড মেইতেই কাউন্সিলের বিভিন্ন রাজ্য সংগঠন দেশের বিভিন্ন রাজ্যে এদিন মোমবাতি জ্বালিয়ে মনিপুরের নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও