তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধার ১১৮ কেজি গাজা।
তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধার ১১৮ কেজি গাজা।

 পত্রদূত প্রতিনিধিঃ   প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে পিআর বাড়ি থানার পুলিশ হুঙ্কার দিলেও থামতে চাইছে না নেশা কারবারিদের দৌরাত্ম। যেহেতু রাজনৈতিক প্রভাবশালীদের হাত রয়েছে নেশা কারবারিদের উপরে, তাই পি আর বাড়ি থানার হুঙ্কারকে চেলেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা দেদার ভাবে পাচার বানিজ্য সাম্রাজ্য বিস্তার কায়েম করে রাখতে যে চায় তা আবারও প্রমাণ উঠে এলো তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধারকৃত গাজা কান্ডের ঘটনায় । কোথায় থেকে, কিভাবে পাচার কারীও নেশা কারবারিরা এই সাহস পাচ্ছে তাদের সাম্রাজ্য বিস্তারের এই নিয়ে উঠছে প্রশ্ন। বলা যায় বামেও যা রামেও তা। বরঞ্চ বাম আমল থেকে রাম আমলে পাচারকারীদের ও নেশা কারবারিদের বাড়বাড়ন্ত কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে রাজনগর বিধানসভা কেন্দ্র । শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৮ কেজি গাঁজা উদ্ধার করে পিআর বাড়ি থানার পুলিশ । এই অভিযান চলে শুক্রবার বিকেলে রাজনগর বিধানসভা কেন্দ্রের পিআর বাড়ি থানাধীন বরদৌস লেইক এলাকায় । ইন্সপেক্টর কান্তারাই দেববর্মার নেতৃত্বে এই অভিযান চলে।  বরদৌস লেইক এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে গভীর জঙ্গল থেকে মজুদ্কৃত গাজার বস্তা উদ্ধার করে পুলিশ। এই বস্তা থেকে ১২০ প্যাকেট গাঁজা উদ্ধার হয় । এদিন পিআর বাড়ি থানার পুলিশ মোট ১১৮  কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তবে কাউকে গ্ৰেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ উদ্ধারকৃত গাঁজার বস্তা নিয়ে আসে পিআর বাড়ি থানাতে ।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও