নরসিংগড় এলাকার দৃষ্টি দিব্যাঙ্গ স্কুল পরিদর্শনে রাজ্যপাল
নরসিংগড় এলাকার দৃষ্টি দিব্যাঙ্গ স্কুল পরিদর্শনে রাজ্যপাল

পত্রদূত প্রতিনিধিঃ ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিটি জেলা, বিভিন্ন প্রতিষ্ঠান, রাজ্যের নানা দর্শনীয় স্থান পরিদর্শন করছেন। সেই সঙ্গে কথা বলছেন নানা স্তরের মানুষের সঙ্গে এবং জানার চেষ্টা করছেন রাজ্যের সার্বিক পরিস্থিতি। তার এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী নরসিংগড় এলাকার দৃষ্টি দিব্যাঙ্গ স্কুল পরিদর্শনে যান। রাজ্য সরকার পরিচালিত এই স্কুল পরিদর্শনে গেলে স্কুলের ছাত্রছাত্রীরা রাজ্যপালের সামনে নানা সাংস্কৃতিক কর্মসূচি পরিবেশন করেন। তিনি গোটা স্কুল চত্বর ঘুরে দেখে তাদের পড়াশোনার কৌশল এছাড়া তাদের অন্যান্য এক্টিভিটিদেখেন। ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে নানা বিষয় জানার চেষ্টা করেন। এদিনের এই পরিদর্শন সম্পর্কে উপস্থিত ছাত্র-ছাত্রী এবং পরিচালনার দায়িত্বে থাকার সরকারি আধিকারিকদের সামনে কথা বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, দৃষ্টি দিব্বাঙ্গ হওয়া সত্ত্বেও এখন অনেকেই নিজেদের প্রতিভার পরিচয় রাখছেন। দেশে এমন একাধিক আইএএস অফিসার হয়েছেন। আবার অনেকে ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ঠিক একইভাবে আগামী দিনেও আরো অনেককে সমাজে প্রতিষ্ঠিত হবে। এখানে পাটরত ছাত্র-ছাত্রীরা নিজেদের মনের মধ্যে কোন ধরনের হীনমন্যতা না রেখে যদি সঠিকভাবে পড়াশোনা করেন তাহলে তারাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। এমনকি সাধারণ মানুষের থেকেও এগিয়ে যেতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাদের জন্য কেন্দ্র সরকারের নানা প্রকল্প রয়েছে, এগুলোর সহায়তা নিয়ে  এগিয়ে যেতে পারবেন তারা এবং সুনাগরিক হিসাবে দেশের কল্যাণে কাজে আসবেন বলে আশা ব্যক্ত করেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও