হাটে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় লেবুর শরবত বিতরণ করল আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা
হাটে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় লেবুর শরবত বিতরণ করল আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা

পত্রদূত প্রতিনিধিঃ রাজ্যজুড়ে চলছে তাপ প্রবাহ। গরমে হাঁসফাঁস মানুষের জনজীবন। আবহাওয়া দপ্তর থেকে শুরু করে রাজ্য সরকার প্রচন্ড গরমের হাত থেকে রক্ষা পেতে রাজ্যবাসীকে সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশিকা জারি করেছে। তাপপ্রবাহে মানুষ যখন অতিষ্ঠ তখন বাজার হাটে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে ঠান্ডা পানীয় লেবুর শরবত বিতরণ করল আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এন এস এস ইউনিটের ছাত্রছাত্রীরা। আজ মঙ্গলবার ছিল কুলাই বাজারের হাটবার। এদিন হাট বাড়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নিজেদের হাতে লেবুর শরবত তৈরি করে বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের মধ্যে বিতরণ করলেন। লক্ষ্য একটি এই গরমের হাত থেকে বাজারের ক্রেতা বিক্রেতাদের কিছুটা পানীয় জলের ব্যবস্থা করা। এ বিষয়ে বিদ্যালয়ের এন এস এস প্রোগ্রাম অফিসার শিক্ষক স্বপন নমঃ বলেন তাপপ্রবাহ থেকে মানুষজনদের কিছুটা স্বস্তি দিতে তাদের এই পানীয় জলের ব্যবস্থা। আগামী দিনেও তারা বিভিন্ন জায়গায় এ ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকবেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও