উমাকান্ত স্কুলের স্ট্রংরুমে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের গণদেবতাদের রায়
উমাকান্ত স্কুলের স্ট্রংরুমে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের গণদেবতাদের রায়

পত্রদূত প্রতিনিধিঃ গত ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব হয়েছে। পাশাপাশি ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনেরও ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে একই দিনে। গণদেবতারা কাকে আশীর্বাদ করেছেন তা জানা যাবে আগামী চার জুন। নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সচেতন রাজ্যবাসী।পশ্চিম ত্রিপুরা আসনে বরাবরের মতোই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। পশ্চিম লোকসভা কেন্দ্রে এবার ভোট পড়েছে ৮২.৫২ শতাংশ। প্রথম দফায় একুশটি  রাজ্যের মধ্যে শতকরা হিসেবে শীর্ষে ত্রিপুরার পশ্চিম লোকসভা আসনটি। বর্তমানে উমাকান্ত স্কুলের স্ট্রংরুমে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা রয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের এবং ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনের গণদেবতাদের রায়। এখানে রয়েছে মোট ১৪টি বিধানসভার ইভিএম। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোট ১৪ টি কক্ষে রয়েছে ইভিএম মেশিনগুলো। পাশাপাশি আরো ১৪ টি কক্ষে বিভিন্ন কাগজপত্র সহ নষ্ট এবং অব্যবহৃত ইভিএম মেশিনগুলো রয়েছে। মঙ্গলবার স্ট্রং রুম পরিদর্শন করলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি জানান, এখানে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোট ৬০ থেকে ৭০টি সিসি টিভি ক্যামেরা। এদিকে আগামী চার জুন হবে ভোট গণনা। এ ব্যাপারে বলতে গিয়ে রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার জানান, ভোট গণনার প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করা হচ্ছে ভোট গ্রহণ পর্বের মতোই শান্তিপূর্ণভাবে ভোট গণনা পর্ব সম্পন্ন হবে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও