বাড়ী বাড়ী ভোট গ্রহনের কাজে নিয়োজিত ভোটকর্মীদের গাফিলতি
বাড়ী বাড়ী ভোট গ্রহনের কাজে নিয়োজিত ভোটকর্মীদের গাফিলতি

পত্রদূত প্রতিনিধিঃ     বাড়ী বাড়ী ভোট গ্রহনের কাজে নিয়োজিত ভোটকর্মীদের গাফিলতিতে ৯৫ বছরের বৃদ্ধাকে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে হলো ভোটকেন্দ্রে গিয়ে। এমনই অভিযোগ উত্থাপিত হলো ত্রিপুরার ফটিকরায় বিধানসভাধীন পেঁচারডহর স্কুলের তিন নম্বর বুথের ভোটকেন্দ্র থেকে। হাঁটাচলার ক্ষমতা হারানো সেনাতম্বী সিনহা নামে ঐ বৃদ্ধার পরিবারের লোকেদের অভিযোগ ভোটের কাজে নিয়োজিত বিএলও তাদের সঙ্গে এ ব্যাপারে কোন যোগাযোগই করেনি। স্পষ্টভাবে কথা বলার ক্ষমতাও হারিয়েছেন ঐ বৃদ্ধা। এমতাবস্থায় বাধ্য হয়েই নিজের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বৃদ্ধাকে অন্যের সাহায্য নিয়ে বহু কষ্টে হুইল চেয়ারে করেপৌছতে হলো ভোটকেন্দ্রে। এবিষয়ে অসন্তোষ ব্যাক্ত করলেন বৃদ্ধার নিকট‌আত্মীয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও