আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনে
আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনে

পত্রদূত প্রতিনিধিঃ     গণতন্ত্রের সর্ববৃহৎ মহোৎসব অষ্টাদশ লোকসভা নির্বাচন।  গণদেবতারা ভোট দানের মাধ্যমে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করবে। এই নির্বাচনকে সুন্দর সুশৃংখল এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য ঊনকোটি জেলা পুলিশ প্রশাসন, আধা সামরিক বাহিনী, টি.এস.আর জওয়ানরা বিশেষ দায়িত্ব পালন করে থাকেন। আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে   সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়৷ কৈলাসহরের কামরাঙ্গা বাড়ি পুলিশ লাইনে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ভি ডারলং, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা। সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঊনকোটি জেলায় ২২৫টি পোলিং স্টেশন রয়েছে। তার মধ্যে স্পর্শ কাতর পোলিং স্টেশন ২৫ টি রয়েছে। পাবিয়াছড়া বিধানসভায় চারটি, ফটিকরায় বিধানসভায় দশটি, চন্ডিপুরে ছয়টি এবং কৈলাসহরে পাঁচটি স্পর্শ কাতর পোলিং স্টেশন রয়েছে। গোটা জেলায় ১২ টি নাকা পয়েন্ট সক্রিয়ভাবে কাজ করছে এবং পুলিশ সেক্টর ২৬টি রয়েছে। এখন অব্দি ৪৫০ জন টি.এস.আর জওয়ান জেলায় এসে পৌঁছেছে এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী  এসে পৌঁছে গেছে।পুলিশ সুপার কান্তা জাঙ্গীর জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোন ধরনের রাজনৈতিক অভিযোগ এখনো অব্দি নেই। তার পাশাপাশি নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে জেলা পুলিশ প্রশাসনের। এখন অব্দি গাঁজা, ফেনসিডিল  ইত্যাদি নেশা সামগ্রী জিনিস আটক করা হয়েছে যার কালোবাজারি মূল্য প্রায় এক কোটি টাকা।বহিরাগতদের হোটেলে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে পুলিশ সুপার জানান, পুলিশি অভিযানে প্রতিদিন শহরের হোটেলগুলো চেকিং করা হচ্ছে যাতে করে সরব প্রচার শেষ হওয়ার পর বহিরাগত কেউ হোটেলে না থাকে তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও কোন ভোটার যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে কিংবা কোনভাবে ভোটারকে প্রভাবিত করা হয় সেক্ষেত্রে পুলিশ কন্ট্রোল রুমের ৬৯০৯৩৫৬৩৮৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও