কুমারঘাটে পূর্ব ত্রিপুরা আসনের জন্য নির্বাচনী সভা করলো ইণ্ডিয়া জোট
কুমারঘাটে পূর্ব ত্রিপুরা আসনের জন্য নির্বাচনী সভা করলো ইণ্ডিয়া জোট

 পত্রদূত প্রতিনিধিঃ   - পশ্চিম ত্রিপুরার ভোট শেষে আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হবে পূর্ব ত্রিপুরা আসনের ভোট। ভোটকে নজরে রেখে শাসক দলের সাথে পাল্লা দিয়ে ত্রিপুরায় প্রচারে গতি এনেছে বিরোধী জোট। দিকে দিকে প্রার্থীর সমর্থনে চলছে সভা সমাবেশ। রবিবার পূর্ব ত্রিপুরা আসনের বাম প্রার্থী রাজেন্দ্র রিয়াংএর সমর্থনে কুমারঘাটে জনসভার আয়োজন করলো বাম-কংগ্রেস জোট। কংগ্রেস ভবনের সামনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক বিরজিত সিনহা, প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ বাম-কংগ্রেস নেতৃত্ব। সভায় আলোচনা রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, দেশের সংবিধানকে বদলে দেওয়ার সড়যন্ত্র করছে শাসক দল বিজেপি। এই নির্বাচনেই এটাকে ব্যাহত করতে হবে। বিজেপির শাসনে গনতন্ত্র নেই। ভয় থেকে বিজেপি সন্ত্রাসের পথে হেঁটে ভোটকে প্রহশনে পরিনত করছে। যার প্রমান পশ্চিম ত্রিপুরার ভোটে প্রত্যক্ষ করেছেন রাজ্যের মানুষ। 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও