এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী
এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত: ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

পত্রদূত প্রতিনিধিঃ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠক করায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে আক্রমণ করে টুইট করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ।হানিয়ার সঙ্গে তুর্কি প্রেসিডেন্টের বৈঠক নিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন ইসরাইল কাটজ।পোস্টে হানিয়া-এরদোগানের বৈঠকের একটি ছবি যুক্ত করেছেন। ছবিতে দুই নেতাকে হাত মোলাকাত করতে দেখা যায়।ইসরাইল কাটজ তার পোস্টের একটি অংশে লিখেছেন, ‘রিসেপ তাইয়েপ এরদোগান, আপনার লজ্জা হওয়া উচিত!’গতকাল শনিবার ইস্তানবুলে এরদোগান ও হানিয়ার মধ্যে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়।তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অফিস বলেছে, বৈঠকে দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এরদোগানের সঙ্গে আলোচনার জন্য হানিয়া গত শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তানবুলে পৌঁছান।হানিয়ার সঙ্গে বৈঠকের আগে গত বুধবার এরদোগান বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও