কাল‌বৈশাখীর তান্ড‌বে লন্ডভন্ড
কাল‌বৈশাখীর তান্ড‌বে লন্ডভন্ড

পত্রদূত প্রতিনিধিঃ    কালবৈশাখীর রোষান‌লে প‌ড়ে এবার ব‌্যাপক ক্ষ‌তিগ্রস্থ হল বৃহত্তর পাথারকা‌ন্দির ও ত্রিপুরার বিভিন্ন এলাকা ।বুধবার বিকা‌লে আচমকা কাল‌বৈশাখীর তান্ডব শুরু হয় পাথারকা‌ন্দির এবং  ত্রিপুরা স্থা‌নে স্থা‌নে।এ‌তে বিদ‌্যু‌তের খু‌ঁটি ভে‌ঙ্গে প‌ড়ে গোটা এলাকা অন্ধকা‌রে ডু‌বে আ‌ছে।‌বি‌শেষ ক‌রে এ‌দি‌নের ঝ‌ড়ে উত্তর জেলার কদমতলা চুড়াইবাড়ী প্রেমতলা কুর্তি ও আসামের আ‌ছিমগঞ্জ পাথারকা‌ন্দি চান্দ‌খিরা তিনখাল বৈঠাখাল সোনা‌খিরা সলগই হা‌তিখিরা ‌লোয়াইর‌পোয়া বাজা‌রিছড়া কটাম‌ণি ইচা‌বিল আদম‌টিলা চুরাইবা‌ড়ি এলাকায় ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি হ‌বার খবর পাওয়া গেছে।ভুপ‌তিত হ‌য়ে‌ছে বেশক‌টি বসত গৃহ।ভা‌গ্যিস এ‌তে কোন হতাহ‌তের খবর পাওয়া যায়‌নি।পাশাপা‌শি অ‌নে‌কের টি‌নের ছাউ‌নি উড়ে গে‌ছে।স্থা‌নে স্থা‌নে গাছপালা ভে‌ঙ্গে প‌ড়ে গ্রামীন সড়কে জন চলাচল বন্ধ হ‌য়ে প‌ড়ে‌ছে।অ‌নে‌কের বা‌ড়ির ফসলও বিনষ্ট হবার খবর পাওয়া গে‌ছে।ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে স্থানীয় ভুক্ত‌ভোগীরা ডি‌সি সিও সহ বিধায়‌কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও