ভোট প্রদানে সচেতন করার উদ্দেশ্যে সাইকেল ৱ্যালী
ভোট প্রদানে সচেতন করার উদ্দেশ্যে   সাইকেল ৱ্যালী

পত্রদূত প্রতিনিধিঃ   কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্ভয়ে সকল ভোটারদের ভোট নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনের অন্তর্গত ৪৪নং রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রের এআরও তথা গন্ডাছড়া মহকুমা শাসক অরিন্দম দাস। আগামী ২৬শে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। ওইদিন যাহাতে সকল ভোটাররা নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট প্রদান করতে পারে তার জন্য গোটা রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রে সচেতনতা মূলক কর্মসূচি হাতে নিয়েছে এআরও অরিন্দম দাস। ভোটারদের ভোট প্রদানে সচেতন করার উদ্দেশ্যে বুধবার সাত সকালে একটি সাইকেল ৱ্যালী বের করেন গন্ডাছড়া মহকুমা শাসক তথা এআরও অরিন্দম দাস। ওইদিন সকাল সাতটায় গন্ডাছড়া মহকুমা শাসকের অফিস চত্বর থেকে সাইকেল ৱ্যালিটি বের হয়ে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পুনরায় মহকুমা শাসকের অফিসে গিয়ে শেষ হয়। ওই সাইকেল ৱ্যালী থেকে সকল ভোটারদের নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রদান করার জন্য আহ্বান জানানো হয়। ওইদিনের সাইকেল ৱ্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা যোগ দেন। উক্ত সাইকেল ৱ্যালীর নেতৃত্ব দেন রইস্যাবাড়ী ব্লকের সহকারী সমষ্টি উন্নয়ন আধিকারিক সুরজিৎ রিয়াং এবং ডিসিএম দিলীপ দেব্বর্মা। উক্ত সাইকেল ৱ্যালিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও