দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের সাংবাদিক সম্মেলন।
দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের সাংবাদিক সম্মেলন।

পত্রদূত প্রতিনিধিঃ    পশ্চিম ত্রিপুর আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী ১৯ এপ্রিল। প্রশাসনিকভাবে কি ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে,কত জন ভোটার, কতটা পোলিং ষ্টেশন সহ নির্বাচন সংক্রান্ত  চূড়ান্ত প্রস্তুতি  বিষয় নিয়ে  আজ দুপুরে বিলোনিয়া সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বিস্তৃতভাবে আলোচনা  করেন দক্ষিণ জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। জেলাশাসক আলোচনা রাখতে গিয়ে বলেন পশ্চিম ত্রিপুরা আসনে জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটার ১৪৫ ৮৭৮ তার মধ্যে রাজনগর  ২৫৬৬৫ পুরুষ ভোটার ২৩০০৩ মহিলা ভোটার, বিলোনীয়া  ২২৬৭৪ পুরুষ ভোটার ২২২৯৪ মহিলা ভোটার,শান্তিরবাজার ২৬০৬৩ পুরুষ ভোটার ২৬১৭৯ মহিলা ভোটার, দক্ষিণ জেলা মোট ১৭২ +১টি পোলিং ষ্টেশান,রাজনগর ৫৫ ,বিলোনীয়া ৫৩ , শান্তিরবাজার ৬৪ পুলিং স্টেশন রয়েছে। মডেল ভোটকেন্দ্র পুরুষ পরিচালিত ভোটকেন্দ্র যুব পরিচালিত ভোট কেন্দ্রে মহিলা পরিচালিত ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে,পোষ্টাল ব্যালটে মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে বিলোনীয়া বিদ্যাপীঠ এইচ এস স্কুলে চলবে ১৫ই এপ্রিল থেকে ১৭ এপ্রিল সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত, শান্তিরবাজার ভোট গ্রহণ কেন্দ্র  শান্তিরবাজার এইচ এস স্কুল,সাব্রুম ভোট গ্রহণ কেন্দ্র সাব্রুম ইংরেজি মাধ্যম স্কুলে, ১৬ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোটদান প্রক্রিয়া। আগামীকাল সকাল থেকে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে ভোট দান সামগ্রী নিয়ে রওনা দেবেন ভোট কর্মীরা, সে বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন, সুস্থ ও শান্তিপূর্ণ অবাধ নির্বাচন প্রশাসনের একমাত্র লক্ষ্য,প্রত্যেক ভোট কেন্দ্রে ভোটারদের নির্দিষ্ট পোলিং ষ্টেশন নির্ধারণ করার লক্ষ্যে বিএলও উপস্থিত থাকবে,।নির্বাচন সম্বন্ধে যেকোন বিষয়ে সাহায্যের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি ফোন নাম্বার দেওয়া হয়েছে ,টোল ফ্রি নম্বর ১৯৫০, জেলা দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার০৩৮২৩২২৪২৪০, হোয়াটসঅ্যাপ নম্বর৮৪১৪৮৩১৩৬।এদিনের সাংবাদিক সম্মেলনে দক্ষিণ জেলার জেলা শাসক ডাঃ সিদ্বার্থ শিব জসোয়াল, ওঅতিরিক্ত মহকুমা শাসক আশীষ বিশ্বাস উপস্থিত ছিলেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও