বর্ধমান-দুর্গাপুরে পিচ আমার, আমিই ব্যাটসম্যান : দিলীপ ঘোষ
বর্ধমান-দুর্গাপুরে পিচ আমার, আমিই ব্যাটসম্যান : দিলীপ ঘোষ

পত্রদূত প্রতিনিধিঃ বর্ধমান-দুর্গাপুরে পিচ আমার, আমিই ব্যাটসম্যান, মঙ্গলবার দুর্গাপুরে নির্বাচনী প্রচারে একথা বলেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ সোমবার বর্ধমান-দুর্গাপুরে পা রেখেই বিজেপিকে কটাক্ষ করেন। সেইসঙ্গে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ প্রসঙ্গে বলেন, উনি তৃণমূলকে বোঝেন না, বর্ধমানকে জানেনও না। বাংলার লোক কখন ওঁনাকে ধাক্কা মারবে উনি নিজেই বুঝতে পারবেন না। মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণের মধ্য দিয়ে এবারের লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখান থেকে দুর্গাপুর মেইন গেটে চা চক্রে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "মেদিনীপুরে আমি পিচ তৈরি করেছি, আমার হাতে টিম ছিল, কোন প্রশ্নই নেই অন্যের আসার। বর্ধমান-দুর্গাপুরে পিচ আমার, আমিই ব্যাটসম্যান, আমার সঙ্গে ফিল্ডারদের সম্পর্ক ভালো রয়েছে। এখানে ১৯৯৬ সঙ্ঘের প্রচারক ছিলাম। সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরেছি। সবই চেনা। তিনি কীর্তি আজাদকে কটাক্ষ করে বলেন," কবে ক্রিকেট খেলেছেন ক'জন মনে রেখেছেন ওঁনাকে। রাজনীতি থেকে আউট হয়ে গিয়েছেন। আগে পদ্মফুল প্রতিকে সাংসদ হয়েছিলেন। তারপর যেসব দলের প্রতিকে লড়েছেন, একবারও জিততে পারেননি। তৃণমূল জানে না বর্ধমান চেনেন না। যে দিদির হাত ধরেছেন ওঁনারও পা টলছে। মমতাকে কটাক্ষ করে বলেন, বাড়ীর লোকেরাই পিছন থেকে ঠেলে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে, উনি বুঝতেই পারবেন না।"

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও