রঙে রাঙামাটি ' শীর্ষক এক অনুষ্ঠান
 রঙে রাঙামাটি ' শীর্ষক এক অনুষ্ঠান

পত্রদূত প্রতিনিধিঃ    উদয়পুরে সংগীত শিক্ষা কেন্দ্র পূরবী এবং নৃত্য শিক্ষা কেন্দ্র রিফরমিস্ট সোসাইটি উদ্দ্যেগে সোমবার বিকাল পাঁচটায় উদয়পুর পুরাতন রাজবাড়িতে আয়োজন করল বসন্ত উৎসব উপলক্ষে ' রঙে রাঙামাটি ' শীর্ষক এক অনুষ্ঠান। অনুষ্ঠানে গানে ও নাচে অংশগ্রহণ করেন পূরবী ও রিফরমিস্ট সোসাইটির প্রায় দুই শতাধিক ছাএ- ছাত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যের  বরন্যে শিল্পী অমর ঘোষ,বাউল শিল্পী অজয় ঘোষ,তথ্য ও সংস্কৃতি দপ্তরের গোমতী জেলার এডভাইজারি কমিটির সদস্য পার্থ সারথি দাস, নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক কেশব কুমার সরকার,বিভাস চন্দ্র রায় চৌধুরী ‌অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপন ভট্টাচার্য। বক্তব্য রাখতে গিয়ে উদয়পুরের শিল্প সংস্কৃতির নানা ইতিহাস ও পরিকল্পনা উঠে এসেছে। শিশুদের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশে ক্ষেতে এই ধরনের অনুষ্ঠান প্রয়োজনীয় পদক্ষেপ বলে ও উল্লেখ করা হয়।এই অনুষ্ঠানে নাচ,গান,আবূতি পরিবেশন করে উদয়পুর পুরাতন রাজবাড়ি এলাকায় বসন্ত উৎসব কে কেন্দ্র করে সকল অংশের দর্শক শ্রোতাদের মনে সাড়া ফেলেছে। আয়োজকদের পক্ষ থেকে সুকান্ত ঘোষ,সংকষন ঘোষ ,রত্নদীপ রায় ও দেবাদূতা রায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও