ইমরান খানকে ৪ এপ্রিল আদালতে হাজির করার আদেশ
ইমরান খানকে ৪ এপ্রিল আদালতে হাজির করার আদেশ

পত্রদূত প্রতিনিধিঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সোমবার আদালতে হাজির করার আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত।আদিয়ালা কারাগারের সুপারিন্টেন্ডেন্টকে অতিরিক্ত দায়রা জজ তাহির আব্বাস সুপ্রাওন এ আদেশ দিয়েছিলেন। তবে তা উপেক্ষা করেছেন ইমরান খান ও বুশরা বিবি। খবর সামা টিভিরআদালতের নির্দেশ সত্ত্বেও পিটিআই প্রতিষ্ঠাতা ভিডিও লিঙ্কেও হাজির হতে পারেননি এবং আদিয়ালা কারাগারের জেল সুপারিনটেনডেন্টও ভিডিও লিঙ্কের বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এর ফলে আগামী ৪ এপ্রিল আবারো পিটিআই প্রতিষ্ঠাতাকে হাজির করতে আদিয়ালা কারাগারের জেল সুপারিন্টেন্ডেন্টকে নির্দেশ দিয়েছেন আদালত। গত শুনানিতেও ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে ভিডিও লিঙ্ক সিস্টেম ঠিক করতে এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত, ইমরান খানের বিরুদ্ধে তারনুল, রমনা, সচিবালয়, কোহসার ও করাচি থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে এবং কোহসার থানায় বুশরা বিবির বিরুদ্ধে জাল রশিদ তৈরির মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও