প্রাণীদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষা সফল .....
প্রাণীদের ওপর করোনা ভ্যাকসিনের  পরীক্ষা  সফল .....

পত্রদূত ,এপ্রিল ২২: সাফল্য এল করোনা ভ্যাকসিনের পরীক্ষানিরীক্ষাতেবিজ্ঞানীরা জানাচ্ছিলেন, করোনার   ভ্যাকসিন পরীক্ষানিরীক্ষায় প্রাথমিক সাফল্য এল জানা গিয়েছে প্রাণীদের ওপর করোনা ভ্যাকসিনের যে পরীক্ষা করা হয়েছিল, তা সফল হয়েছে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, গোটা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের মোকাবিলায় প্রায় ৭০টি ভ্যাকসিনের ওপর কাজ চলছে। এর মধ্যে ৩টি মানব শরীরে পরীক্ষা হবেরিপোর্ট বলছে, চিনা গবেষকরা ইতিমধ্যেই বাঁদর ইঁদুরের ওপর যে ভ্যাকসিনের পরীক্ষা করেছিলেন, তা সফল হয়েছেজানা গিয়েছে শুধু করোনা ভাইরাস নয়, কমপক্ষে আরও ১০ রকমের ভাইরাস নির্মূল করতে সক্ষম এই ভ্যাকসিনএদিকে, এবার করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল শুরু হতে চলেছে, এমন সুখবর জানাচ্ছে ব্রিটেন সরকার। করোনার ভ্যাকসিন মানব শরীরে পরীক্ষা করতে চলেছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা।

 

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও