সাতক্ষীরার লোকালয়ে চলে আসলো সুন্দরবনের হরিণ
সাতক্ষীরার লোকালয়ে চলে আসলো সুন্দরবনের হরিণ

পত্রদূত প্রতিনিধি,এপ্রিল ২২:মোঃ মামুন হোসেন :- বুধবার ভোর পাঁচটার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসে আরো একটি হরিণ। আটুলিয়া ইউনিয়েনের তালবাড়িয়া নামক স্থান থেকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন কদমতলায় স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে সিপিপি স্থানীয় জনগনের সহযোগিতায় হরিণটি ধরতে সক্ষম হন। এলাকাবাসী বলেন, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের খবর দেই। পরবর্তীতে বন প্রহরীরা এসে এলাকাবাসী সিপিপির সহযোগিতা নিয়ে হরিণটি উদ্ধার করেন নিয়ে যায়


বিষয়ে বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আবু সায়েদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। হরিণটির শরীরে কোন ক্ষত না থাকায় হ্নদক্রিয়া স্বাভাবিক থাকায় মুন্সিগঞ্জ ওপারে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেই। 

 

এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, মিজানুর রহমান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও