নতুন রুশ স্যাটেলাইট, কাজ করবে সব আবহাওয়ায়
নতুন রুশ স্যাটেলাইট, কাজ করবে সব আবহাওয়ায়

পত্রদূত প্রতিনিধিঃ  নতুন ধরনের একটি স্যাটেলাইট (উপগ্রহ) উৎক্ষেপণ করেছে রাশিয়া। শনিবার উৎক্ষেপণ করা কনডর-এফকেএ স্যাটেলাইটটি সব ধরনের আবহাওয়া, এমনকি ভারি মেঘের মধ্যেও পৃথিবীর পৃষ্ঠের ছবি তুলতে পারে।আনাদুলু এজেন্সি জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইটটি রাশিয়ার দূর-পূর্ব আমুর ওব্লাস্টের একটি মহাকাশ বন্দর ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি উৎক্ষেপণে রকেটচালিত যান সোয়ুজ ২.১.এ ব্যবহার করা হয়।বিবৃতিতে আরও বলা হয়েছে, আপার স্টেজ থেকে মহাকাশযানটির বিচ্ছেদ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম রাডার স্যাটেলাইটটি একটি নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, করডর-এফকেএ স্যাটেলাইটটি ডেভেলভ করেছে সামরিক-শিল্প কর্পোরেশন সায়েন্টিফিক অ্যান্ড প্রোডাকশন অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং।স্যাটেলাইটটির ভর ১ হাজার ৫০ কেজি।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও