পানীয় জলের সমস্যা নিরসনে জল বোর্ডের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক
পানীয় জলের সমস্যা নিরসনে জল বোর্ডের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

পত্রদূত প্রতিনিধিঃ পানীয় জলের সমস্যা নিরসনে জল বোর্ডের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় আগরতলা পৌরনিগম কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আরো অন্যান্যরা। এদিনের বৈঠকে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে জানান পানীয় জলের সমস্যা নিরসনে রাজ্য সরকারের জল বোর্ড এবং আগরতলা পুর নিগম যৌথ উদ্যোগে এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেছিল সেই বৈঠকে নানা বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যা হলো আগরতলা পুর নিগম এলাকায় ৪৭ টি জায়গা চিহ্নিত করা হয়েছে যেখানে পানীয় জলের সমস্যা রয়েছে সেই জায়গাগুলিতে পানীয় জল পরিষেবা কিভাবে দেওয়া যায় এবং আগরতলা শহরে এমন কিছু জায়গা রয়েছে যেখান থেকে অভিযোগ আসছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না পাম্প বিকলের ফলে, এরকম ৫০টি জায়গায়ও পাম্প মেশিন বসানো হবে, সেদিকে লক্ষ্য রেখে কিভাবে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করা যায় তারই উদ্দেশ্যে জল দপ্তরের আধিকারিকদের নিয়ে আগরতলা পুর নিগমের এই বৈঠক বলে জানান।

আরো পড়ুন


ফেইসবুক

ভিডিও